লেখা ঃ মুনিয়া
শুনেছি তার আবার নতুন মানুষ হয়েছে....
এবার আর সে অভিনয় নয়,
ভালোবাসতে শিখেছে!
রোজ পুড়েছি যার ভালোবাসায়;
আজ সে'ও নাকি পুড়ছে,
অন্য কারো অবহেলায়!
নতুন কাউকে পেয়েই যে অবহেলায় পায়ে
ঠেলেছিল আমায়;
এখন সে'ও কারো পায়ের কাছে নত হয়ে রয়!
দুর্বলতার সুযোগ নিয়ে যে মানুষটা বারবার ঠকিয়েছে আমায়;
সত্যি ভালোবেসে,
আজ সে'ও হেরে যায়।
সেদিন আমার চিৎকার যার কান অব্দি পৌছায় নি,
দেখে'ও দেখেনি যার চোখ;
আজ যে তার নীরব কান্নার অধিকারটুকু'ও নেই!
যার বিরহে অশ্রু ঝরে পাথর হয়েছে চোখ;
আজ তার জীবন জুড়ে আছে দীর্ঘ শোক।
হ্যাঁ! এখন তার নতুন মানুষ হয়েছে।
আমাকে তিলে তিলে করেছিল যে শেষ,
তার প্রতিশোধ'ই নিচ্ছে আজ তার নতুন মানুষ!
নাহ, অভিশাপ দেই নি কখনো।
কিন্তু প্রকৃতি?
সে ভুলে গিয়েছিল,
প্রকৃতি ভুলে নি!
তার আবার নতুন মানুষ হয়েছে.....
ভালোবাসার মানুষ!!
No comments:
Post a Comment